Teacher Recruitment: রাজ্যের এই স্কুলে শিক্ষক নিয়োগ চলছে, আবেদন করুন

5295
শিক্ষক নিয়োগ

Teacher Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। রাজ্যের একটি স্কুলে শিক্ষক নিয়োগ করবে। যোগদা সৎসঙ্গ পালপাড়া বালিকা বিদ্যালয় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। 

নিম্নলিখিত পদগুলির জন্য এই বিজ্ঞাপন প্রকাশের 15 দিনের মধ্যে দরখাস্ত আহ্বান করা হচ্ছে:

 1. AT (বিজ্ঞান ও গণিত গ্রুপ)-গণিত (গ্র্যাজুয়েট); বিএসসি (পাস), বিএড (ইউআর (ইসি)) 

 2. AT (উচ্চ মাধ্যমিক)- কম্পিউটার অ্যাপ্লিকেশন; বিএড সহ পিজি (কম্পিউটার অ্যাপ্লিকেশন) (ST) 

পড়ুন:  BIG NEWS: অবশেষে গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হল, এক ক্লিকেই দেখেনিন পুরো তালিকা, সফল কত?

সরকারি নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। বিস্তারিত জানার জন্য, অনুগ্রহ করে অ্যাপয়েন্টমেন্ট পোর্টাল দেখুন:

https://www.yssdakedu.org/yssapplication_portal_new_2022। 

N.B. যে প্রার্থীরা পূর্বে 07-07-2024 তারিখের বিজ্ঞাপনের মাধ্যমে উপরের পদগুলির জন্য আবেদন করেছিলেন তাদের আর নতুন করে আবেদন করতে হবে না। বিজ্ঞপ্তি প্রকাশ ১৫ দিনের মধ্যেই আবেদন করতে হবে। বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। 

পড়ুন:  Assistant Professor: দুটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান 150 টি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ চলছে, আবেদন করুন