নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য। এই মামলায় এবার আদালত বান্ধব নিয়োগ করার কথা বলল হাইকোর্ট। পাহাড়ে শিক্ষক নিয়োগেও অনিয়ম হয়েছে! এই দাবি তুলে বেনামী চিঠি আসে। আদালত সিআইডি তদন্তের নিদের্শ দেয়। সেই তদন্তের গতি নিয়ে বারেবারে প্রশ্নের মুখে পড়ে রাজ্য।
সোমবার রাজ্যের উদ্দেশে বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, ‘পাহাড়ে যথাযথ নিয়োগ প্রক্রিয়া আদৌ মানা হয় কি? সেখানে কমিশন আদৌ আছে কি? পাহাড়ে নিয়োগে স্কুল সার্ভিস কমিশনের কোনও ভূমিকা রয়েছে কি?’ জিটিএ এলাকায় নিয়োগ দুর্নীতি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি।
বিচারপতি আরও বলেন, ‘পাহাড় ছাড়া সারা রাজ্যে নিয়োগের বিজ্ঞপ্তি হয়। নিয়োগ প্রক্রিয়া মানা হয়। পাহাড়ে কেন হয় না? পাহাড়ে কমিশনের আঞ্চলিক অফিসের সঙ্গে মূল দপ্তরের সমন্বয় আদৌ আছে কি?’ এভাবেই একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে।
জিটিএ এলাকায় এই নিয়োগ মামলায় সমাধান সূত্র পেতে আইনজীবী কৌশিক গুপ্তকে আদালত বান্ধব হিসেবে নিযুক্ত করার প্রস্তাবও দিয়েছেন বিচারপতি। এখন দেখার এই মামলা কোন দিকে যায়।