নিউজ ডেস্ক: মিড ডে মিল নিয়ে মাথা পিছু বরাদ্দ নিয়ে উঠছিল প্রশ্ন। সম্প্রতি এই খাতে বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও তা না বাড়ারই সমান বলে দাবি করছিল সংশ্লিষ্ট মহল। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক দুই খাতে মাথাপিছু মাত্র ৭০ এবং ৭৫ পয়সা করে বাড়ানো হয়েছে মিড–ডে মিলের বরাদ্দ। এবার মিড ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত নিল এরাজ্য।
মিড-ডে মিলে অতিরিক্ত পুষ্টি রাখতে রাজ্যের স্কুল পড়ুয়াদের অতিরিক্ত ফল ও ডিম খাওয়ানোর জন্য টাকা দেওয়ার সিদ্ধান্ত স্কুল শিক্ষা দফতরের। জানানো হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে ‘ফ্লেক্সি ফান্ড’ হিসাবে বরাদ্দ ৭৫৬২.৫৩ লক্ষ টাকা থেকে যা বেঁচেছে সেই দিয়েই পড়ুয়াদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হবে।
এতদিন সপ্তাহে একদিন করে ডিম মিলত। এবার রাজ্যের ৮৫ লক্ষ ৯৩ হাজার ৭৮৩ জন পড়ুয়াকে সপ্তাহে দু’দিন করে অতিরিক্ত ডিম দেওয়া হবে বলে জানিয়েছে স্কুল শিক্ষা দফতর। পাশাপাশি খাদ্যতালিকায় থাকবে পুষ্টিকর ফল। পড়ুয়া পিছু আট টাকা করে খরচ করবে রাজ্য সরকার। বাড়তি পুষ্টি সংযোজনের ক্ষেত্রে সময়সীমা পাঁচ সপ্তাহ হিসাবে নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। ৩১ মার্চ, ২০২৫ এর মধ্যে এই নিয়ম প্রতিটি স্কুলে কার্যকর করার কথা বলা হয়েছে।
রাজ্যের সিদ্ধান্ত বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের (SUA) সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “খুব ভাল উদ্যোগ। এই উদ্যোগকে স্বাগত জানাই। আগামী মার্চ মাসের মধ্যে প্রতি সপ্তাহে (১১ বার) দুটি করে সম্পূর্ণ ডিম ছাত্র-ছাত্রীদের পুষ্টির ক্ষেত্রে সহায়ক হবে। তবে আমরা দাবী করছি, বিশেষ সময়ের জন্য নয়, সারা বছরের জন্য যাতে এই পুষ্টিকর আহার ছাত্রছাত্রীদের দেওয়া হয় সেটি নিশ্চিত করা দরকার। পাশাপাশি সমস্ত বিদ্যালয়ে তা যাতে সুচারুরূপে পালিত হয় তার জন্য সঠিক নজরদারিও প্রয়োজন।”