নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল প্রাক্তন মন্ত্রীর! ২২ জনের চাকরি তাঁর সুপারিশেই হয়েছে? CBI-র লিস্ট সামনে আসতেই শোরগোল উঠেছে রাজ্যজুড়ে। তবে গোটা ঘটনা অস্বীকার করেছেন প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা।
বর্তমানে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রয়েছেন শ্যামল সাঁতরা। সিবিআইয়ের তরফে পাওয়া তালিকা অনুযায়ী ২২ জনের চাকরি হয়েছে তাঁর সুপারিশেই। তালিকা সামনে আসতেই তদন্তের দাবি করছেন বিরোধীরা। যদিও অভিযোগ উড়িয়ে শ্যামলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে ফাঁসানো হচ্ছে।
এই ঘটনা নিয়ে বিজেপির দাবি, কার নির্দেশে, কত টাকার বিনিময়ে শ্যামল সাঁতরা এই ২২ জনের চাকরির সুপারিশ করেছিলেন তা সিবিআই কে জানিয়ে দেওয়া উচিৎ শ্যামল সাঁতরার। বামেদের দাবি, গোটা ঘটনার তদন্ত হোক। তাহলেই সব সামনে আসবে।
অভিযুক্ত শ্যামল সাঁতরা গোটা অভিযোগ অস্বীকার করে বলেন, সব ফালতু কথা। প্রচারের আলোয় আসতেই বিরোধীরা এই কাজ করছে। ২০২৬ এর নির্বাচনকে মাথায় রেখে তাঁর মতো তফশিলি সম্প্রদায়ের নেতাদের এভাবেই ফাঁসানোর চেষ্টা চলছে। তবে সিবিআই তলব করলে সহযোগিতা করবো।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থা সিবিআই সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি তাদের হাতে ৩২৪ জন শিক্ষক-শিক্ষিকার নামের একটি তালিকা এসেছে। অভিযোগ হল, এঁরা কেউই যোগ্য প্রার্থী নন। চাকরি হাসিল করেছেন কোনও রাজনৈতিক নেতানেত্রী অথবা কোনও প্রভাবশালীর সুপারিশের মাধ্যমে। দাবি করা হচ্ছে, এই ৩২৪ জনের মধ্যে ২২ জনের নাম সুপারিশ করেছেন শ্যামল সাঁতরা। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি।