Holiday: ফের ছুটি ঘোষণা রাজ্যের, পর পর ৪ দিন ছুটি পেয়ে মুখে হাসি সরকারি কর্মীদের

5632
ছুটি ঘোষণা নবান্ন পশ্চিমবঙ্গ

Holiday: রাজ্য ফের ছুটি ঘোষণা করা হল। সপ্তাহের মাঝে আরও একটি ছুটি ঘোষণা রাজ্যের! ১৩ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা নবান্নের। সব-এ-বরাত উপলক্ষে ১৩ তারিখ বৃহস্পতিবার ছুটি ঘোষণা করল রাজ‍্য সরকার।

প্রতিবছর, বছরের শুরুতেই অর্থ দফতর থেকে সারা বছরের ছুটির তালিকা ঘোষণা করা হয়। সেই তালিকা অনুযায়ী, চলতি বছর ১৪ ফেব্রুয়ারি সব-এ-বরাতের ছুটি দেওয়া হয়েছিল। তবে, মঙ্গলবার নবান্ন থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ১৩ তারিখ সব-এ-বরাতের ছুটি পাবেন সমস্ত সরকারি কর্মচারিরা।

১৪ তারিখ শুক্রবার ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি। ১৫ ও ১৬ তারিখ যথাক্রমে শনিবার ও রবিবার থাকায় সরকারি অফিসে ছুটি থাকবে। অর্থাৎ চলতি সপ্তাহে পর পর চার দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। সরকারি স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, বোর্ড, কর্পোরেশন, পুরসভা-সহ সমস্ত সরকারি ও সরকার পোষিত অফিস, স্কুল, কলেজ কাছারি বন্ধ থাকবে এ দিন।

পড়ুন:  'গোটা কর্মচারী মহল দিনটির অপেক্ষায় রয়েছে...' তবে কি নয়া বছরে ডিএ-ফয়সালা হচ্ছে রাজ্যের সরকারি কর্মীদের

ছুটি ঘোষণা

মঙ্গলবার নবান্ন থেকে ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা করে জানানো হয়েছে, ১৩ তারিখ সব-এ-বরাতের ছুটি পাবেন সমস্ত সরকারি কর্মচারিরা। সরকারি স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, বোর্ড, কর্পোরেশন, পুরসভা-সহ সমস্ত সরকারি ও সরকার পোষিত অফিস কাছারি বন্ধ থাকবে এ দিন। পাশাপাশি ১৪ তারিখও ছুটি থাকছে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে।

পড়ুন:  ‘রাজ্যও চাইছিল বাতিল হোক..,’ রাজ্যের অবস্থান নিয়ে ‘বিস্ফোরক’ তথ্য দিলেন মলয় মুখোপাধ্যায়

সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম রাজ্য নেতৃত্ব চন্দন গরাই বলেন, আমাদের অতিরিক্ত ছুটির দরকার নেই। রাজ্য সরকার প্রাপ্য দিন থেকে বকেয়া DA প্রদান ও স্কুল-অফিস গুলিতে লক্ষ লক্ষ শূন্যপদে স্বছভাবে স্থায়ী নিয়োগ করুক।