Homeভারতকেন্দ্রীয় বাজেট: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বেতন কম, ইনকাম ট্যাক্স দিতে হবে না!...

কেন্দ্রীয় বাজেট: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বেতন কম, ইনকাম ট্যাক্স দিতে হবে না! সামনে এল বড় মন্তব্য

কেন্দ্রীয় বাজেট: নতুন আয়কর কাঠামোয় ১২ লক্ষ পর্যন্ত আয় কর মুক্ত করার ঘোষণা করা হল। শুধু তাই নয়, আয়করে আরও সরলীকরণ করা হবে। ‘আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল’। নতুন বিলে ইনকাম ট্যাক্স আরও সরলীকরণের আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আগামী সপ্তাহে নতুন আয়কর বিল পেশ করা হবে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী সপ্তাহে নতুন আয়কর বিল পেশ করা হবে,জানালেন অর্থমন্ত্রী। বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়ে ১০০ শতাংশ করা হবে বলেও ঘোষণা অর্থমন্ত্রীর।

অর্থমন্ত্রী জানিয়েছেন, নয়া কাঠামোয় ৪ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর নেই। ৪ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর দিতে হবে ৫ শতাংশ। ৮ থেকে ১০ লক্ষ টাকা আয়ে কর দিতে হবে ১০ শতাংশ। ১২ থেকে ১৬ লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে ১৫ শতাংশ। ১৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত আয় করে দিতে হবে ২০ শতাংশ। ২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে ২৫ শতাংশ। আর ২৪ লক্ষ টাকার বেশি আয়ে কর দিতে হবে ৩০ শতাংশ।

স্ল্যাব ও রেটের এই পরিবর্তনের ফলে ক্যাপিটাল গেইনস-এর মতো বিশেষ আয় ছাড়া, বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত হবে বলে জানিয়েছেন নির্মলা সীতারামন। উদাহরণ দিয়ে তিনি জানিয়েছেন, কোনও করদাতার বার্ষিক আয় ১২ লক্ষ টাকা হলে, নয়া কর ব্যবস্থায় তিনি ৮০,০০০ টাকার ট্যাক্স বেনিফিট পাবেন। এই সমপরিমাণ অর্থই তাঁকে আয়কর হিসেবে দিতে হতো। ফলে, তাঁকে আদতে কোনও করই দিতে হবে না।

এই নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের বদান্যতায় এ রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন এতটাই কম যে তাঁদের অধিকাংশকে কোন ট্যাক্স দিতে হবে না। কেন্দ্রের থেকে ৩৯-৪৩% মহার্ঘ ভাতা পিছিয়ে। তার উপর কেন্দ্রীয় কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন লাগু হবে এক বছর পরে। আর রাজ্য সরকার সেই অর্থ দিয়ে ভোট রাজনীতি করছে।”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments