৯০০ শূন্যপদে নিয়োগ করবে রাজ্য সরকার, বিজ্ঞপ্তি জারির পথে নবান্ন, কারা পাবেন চাকরি?

5103
নবান্ন ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক: প্রায় ৯০০ শূন্যপদে নিয়োগ করবে রাজ্য সরকার, বিজ্ঞপ্তি জারির পথে নবান্ন। রাজ্যে সরকারি বাসের সংখ্যা অনেকটাই কমতে চলেছে, তার ওপর পর্যাপ্ত চালক এবং কন্ডাক্টর না থাকায় ঠিকমতো বাস চলাচল করছে না। ফলে যাত্রীদের নিত্য সমস্যা বাড়ছে। এই অবস্থায় এবার শহরের রাস্তায় আরও বেশি সংখ্যায় সরকারি বাস নামাতে সম্প্রতি চালক এবং কন্ডাক্টর চুক্তির ভিত্তিতে নিয়োগের জন্য নবান্নে প্রস্তাব দিয়েছিল দফতর।

পড়ুন:  সরকারি চাকরি: উচ্চ মাধ্যমিক ও স্নাতক যোগ্যতায় 212টি শূন্যপদে নিয়োগ করছে CBSE, কিভাবে আবেদন করতে হবে?

নবান্ন ৮৮৫ জন চালক-কন্ডাক্টরকে চুক্তিভিত্তিতে নিয়োগে অনুমোদন দিতে চলেছে। জানা গিয়েছে আগামী সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের আয়োজন করা হয়েছে। আর সেই বৈঠকেই এবার ৮৮৫ জন চালক-কন্ডাক্টর নিয়োগের বিষয়টিতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।

জানা গিয়েছে, বর্তমানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে ৬০০টি মতো বাস চলাচল করে। তবে আরও ২০০টি বাসের প্রয়োজন। দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের হাতে রয়েছে ৮৮০ জন চালক এবং ৯৫৬ জন কন্ডাক্টর। সেক্ষেত্রে দরকার ১,৩৩০ জন চালকের। 

পড়ুন:  চাকরির খবর: 12 এপ্রিল থেকে রেলে 9,970টি শূন্যপদের জন্য আবেদন করুন; নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য বিশদ বিবরণ দেখুন

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালে রাজ্যের সরকারি বাসে নতুন ড্রাইভার ও কন্ডাক্টর নিয়োগের পরিকল্পনা করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তবে সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায় করোনা ভাইরাস। এই মুহূর্তে ড্রাইভার ও কন্ডাক্টরদের অনেকেই ৫০ বছরের বেশি বয়স এবং গভীর রাতের শিফটে কাজ করা তাঁদের পক্ষে বেশি কঠিন হয়ে পড়ছে। যার ফলে রাজ্য সরকারের বাস পরিষেবায় ঘাটতি দেখা দিয়েছে। সমস্যা সমাধানে নিয়োগের পথে হাঁটছে রাজ্য।