রাজ্য সরকারি কর্মীদের সরস্বতী পুজোর ছুটি কবে? রবি না সোম? না জানলে জেনেনিন আগেভাগেই

সরস্বতী পুজোর ছুটি যদি রবিবার পড়ে তাহলে কি ছুটি মার খাবে?

7988
ছুটি ঘোষণা নবান্ন পশ্চিমবঙ্গ

নিউজ ডেস্ক: রাজ্য সরকারি কর্মীদের সরস্বতী পুজোর ছুটি কবে? রবি না সোম? জানেন কি আপনি? সরস্বতী পুজোর ছুটি যদি রবিবার পড়ে তাহলে তো ছুটি মার খাবে। তাহলে কি হবে? এই প্রতিবেদনে জেনেনিন বিস্তারিত। 

সরস্বতী পুজো রবিবার পড়লেও তার পরেরদিন অর্থাৎ সোমবারও ছুটি দেওয়া হয়েছে রাজ্য সরকার তরফে। আর এবার সরস্বতী পুজো রবিবারের পাশাপাশি সোমবারও রয়েছে। এবার সোমবারও ছুটি দেওয়া হয়েছে।

অর্থাৎ দু’দিন মিলিয়ে পড়েছে। জানিয়ে রাখি ২০২৫ সালে ৮টি ছুটির দিন পড়েছে রবিবার। ২০২৫ সালে স্বামী বিবেকানন্দর জন্মদিন, প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), সরস্বতী পুজো (২ ফেব্রুয়ারি) পড়েছে রবিবার।

পড়ুন:  ৬০ বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদান এবং সরকারি আওতায় আনতে মুখ্যমন্ত্রীকে আবেদন আংশিক সময়ের শিক্ষকদের

গত বছর থেকে রামনবমীতেও ছুটি দিচ্ছে রাজ্য। আগামী বছর রামনবমী পড়েছে (৬ এপ্রিল) রবিবার। মহরম (৬ জুলাই), রাখিপূর্ণিমা (৯ অগস্ট), ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহা ষষ্ঠী সবই রবিবার পড়ায় বাড়তি ছুটি মিলবে না সরকারি কর্মীদের।