SSC: এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি নিয়ে এই আপডেট এল, জেনেনিন এক ক্লিকেই

5204
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না

এসএসসি মামলা, সুপ্রিম কোর্ট: বেড়েই চলছে অপেক্ষা, ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে SSC-এর প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলা পেন্ডিং অবস্থায় আছে। মামলাটির ফের শুনানির তারিখ দেওয়া হল।

SSC ২৬ হাজার চাকরি বাতিল মামলার স্পেশাল বেঞ্চে শুনানি হবে। আগামী সোমবার 27 তারিখ এই মামলার শুনানি হবে। ওইদিন দুপুর দুটোর পর থেকে শুনানি শুরু হবে।

এসএসসি মামলার পাশাপাশি ওবিসি সার্টিফিকেট বাতিল মামলারও শুনানি পিছিয়ে যাচ্ছে। প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দুটিই চলছে। তবে শুনানি বারেবারে পিছিয়ে যাচ্ছে। বারবার এই ভাবে শুনানির তারিখ পরিবর্তন হওয়ায় হতাশ দুই পক্ষই। এসএসসি মামলাটির উপরেই নির্ভর করছে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ। এর আগে চাকরিহারাদের স্কুলে ফেরানোর রক্ষাকবচ দিয়েছিল শীর্ষ আদালত।

২০১৬ সালের ২২ এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। যদিও পরে সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয়।

এর আগে বেশ কয়েকবার এই মামলার শুনানি পিছিয়ে গেছে। প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শুনানির তারিখ বারেবারে পিছিয়ে দেওয়া হয়।

পড়ুন:  SSC: নির্ভুল মেধা তালিকা প্রকাশ হচ্ছে, ১০০ জন গরমিল! মুখ খুললেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালের ২২ এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।