Teacher Recruitment: রাজ্যের স্কুলে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা হল, দেখেনিন এক ক্লিকেই

WBPSC TEACHER RECRUITMENT EXAM DATE

32543
Assistant Professor Recruitment

WBPSC শিক্ষক নিয়োগ: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হল। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের (WBPSC Teacher Recruitment) জন্য একটি বিজ্ঞপ্তি আগেই প্রকাশ করেছিল। এবার পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হল। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন একটি বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করেছে। সেই ক্যালেন্ডার অনুযায়ী, সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে।

পিএসসি সহকারী শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগের পরীক্ষার তারিখ:

বাংলা মাধ্যমের জন্য পরীক্ষার তারিখ: 14/09/2025

ইংরেজি মাধ্যমের জন্য পরীক্ষার তারিখ: 20/09/2025 

শিক্ষক নিয়োগ

পরীক্ষার তারিখ ঘোষিত হলেও এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। এর আগে পিএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল,শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য খুব দ্রত অফিশিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। নিম্নোক্ত পদে সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত ফরম্যাটে দরখাস্ত আহ্বান করা হবে-

পড়ুন:  ঝাড়খণ্ড এক্সিট পোল: বিশাল জয়ের পথে কংগ্রেস জোট! একি জানাল এই এক্সিট পোল? দেখেনিন এক ক্লিকেই

(A) Assistant Mistress – Bengali Medium in (i) Bengali, (ii) English, (iii) Physics, (iv) Chemistry, (v) Mathematics, (vi) Life Science, (vii) Political Science, (viii) Philosophy, (ix) Statistics, (x) Economics, (xi) History, (xii) Geography, (xiii) Nutrition, (xiv) HMFR, (xv) Education, (xvi) Sanskrit, (xvii) Coma & (xviii) Coms in west bengal sub-ordinate education service (Gr-A) under the school education department, govt. of West Bengal.

পড়ুন:  OBC Certificate Case: ওবিসি শংসাপত্র মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, কি হল আজ?

(B) Assistant Masters – Bengali Medium in (i) Bengali, (ii) English, (iii) Physics, (iv) Chemistry, (v) Mathematics, (vi) Life Science, (vii) Political Science, (viii) Philosophy, (kx) Statistics, (x) Economics, (xi) History, (xii) Geography, (xiii) Education, (xiv) Sanskrit, (xv) Coma, (xvi) Coms & (xvii) commerce in west bengal sub-ordinate education service (Gr-A) under the school education department, govt. of West Bengal.

(C) Assistant Mistress – English Medium in (i) Bengali, (ii) English, (iii) Physics, (iv) Chemistry, (v) Mathematics, (vi) Life science, (vii) Political science, (viii) Philosophy, (ix) Statistics, (x) Economics, (xi) History & (xii) Geography in West Bengal sub-ordinate education Service (gr-a) under the school education department, govt. of West Bengal.

পড়ুন:  SSC: ফের প্রকাশিত হবে শূন্যপদের তালিকা! ৮,৭৪৯ জনের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত, বাকি সাড়ে পাঁচ হাজারের নিয়োগ খবর?

(d) Assistant Masters – English medium in (i) Bengali, (ii) English, (iii) Physics, (iv) Chemistry, (v) Mathematics, (vi) Life Science, (vii) Political Science, (viii) Philosophy, (ix) Statistics, (x) Economics, (xi) History, (xii) Geography & (xiii) Hindi in West Bengal sub-ordinate education service (gr-a) under the school education department, govt. of West Bengal.

শূন্যপদ, আবেদনপত্র জমা, ফি, শেষের তারিখ এবং অন্যান্য সংক্রান্ত বিশদ তথ্য শীঘ্রই কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে: https://psc.wb.gov.in.