শিক্ষক নিয়োগ: এয়ার ফোর্স স্কুল ব্যারাকপুরে বিভিন্ন পদে নিয়োগ চলছে, আবেদন করুন ১৬ জানুয়ারির মধ্যে

Air Force School Barrackpore Recruitment: Apply by January 16, 2025

1636
শিক্ষক নিয়োগ

শিক্ষক নিয়োগ: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। এয়ার ফোর্স স্কুল ব্যারাকপুরে (পোস্ট অফিস: বেঙ্গল এনামেল, জেলা: উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ-৭৪৩১২২) বিভিন্ন পদে নিয়োগের জন্য উপযুক্ত এবং আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। 

শূন্যপদের তালিকা

পিজিটি (চুক্তিভিত্তিক): বিষয়: ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এবং আইটি (প্রতিটি বিষয়ে একটি করে)।

পড়ুন:  WBPSC Clerkship Exam: ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, দারুন খবর চাকরি প্রার্থীদের জন্য

পিআরটি (চুক্তিভিত্তিক): বিশেষ শিক্ষক (একটি)।

পিআরটি (নিয়মিত): তিনটি পদ।

এনটিটি (চুক্তিভিত্তিক): একটি পদ।

ল্যাব অ্যাটেনডেন্ট (নিয়মিত): একটি পদ।

অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট (নিয়মিত): একটি পদ।

হেল্পার (নিয়মিত): দুই নারী ও এক পুরুষ। চুক্তিভিত্তিক: এক পুরুষ।

যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া

প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন ফরম্যাট এবং অন্যান্য বিবরণ স্কুলের ওয়েবসাইট (www.afsbkp.in) থেকে পাওয়া যাবে।

পড়ুন:  Assistant Professor: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ, কোন বিষয়ে জেনেনিন

সিভি এবং স্ব-স্বাক্ষরিত তথ্যপ্রমাণের কপিসহ আবেদন পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: “The Executive Director, Air Force School Barrackpore, P.O. Bengal Enamel, North 24 Parganas, Pin-743122”

খামের উপর বড় হরফে লিখতে হবে: “APPLICATION FOR THE POST OF ………………..”

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ১৬ জানুয়ারি ২০২৫, দুপুর ২টা পর্যন্ত।

পড়ুন:  কলেজে সহকারী অধ্যাপক পদে শূন্যপদ পূরণ হবে দ্রুতই! কলেজ সার্ভিস কমিশন সূত্রে এই খবর জানা গেল

অসম্পূর্ণ আবেদনপত্র বা প্রয়োজনীয় নথি ছাড়া পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে না।

যোগাযোগ বা আরও তথ্যের জন্য ইমেইল করুন: air_force_school_bkp@yahoo.com

অফিসিয়াল ওয়েবসাইট: https://afsbkp.in/read/recruitment-for-the-academic-year-2025-26