Homeচাকরির খবরশিক্ষক নিয়োগ: রাজ্যে ফের ২৫০০ শিক্ষক নিয়োগ হতে চলেছে, যা জানালেন এসএসসি-র...

শিক্ষক নিয়োগ: রাজ্যে ফের ২৫০০ শিক্ষক নিয়োগ হতে চলেছে, যা জানালেন এসএসসি-র আধিকারিক

এই বিষয়ে এসএসসি (স্কুল সার্ভিস কমিশন)-র এক আধিকারিক জানান, মন্ত্রিসভার অনুমোদনের পর গেজেট নোটিফিকেশন না-হওয়া পর্যন্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা...

শিক্ষক নিয়োগ: রাজ্যে ফের শিক্ষক নিয়োগ হতে চলেছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকে স্কুল সার্ভিস কমিশন আইন সংশোধনের সিদ্ধান্ত হয়েছে। নয়া বছরের শুরুতেই ২৫০০ শূন্যপদে নিয়োগ হতে চলেছে।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকে স্কুল সার্ভিস কমিশন আইন সংশোধনের সিদ্ধান্ত হয়েছে। ‘ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন (রিক্রুটমেন্ট অফ পার্সনস ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ স্পেশ্যাল এডুকেশন টিচার্স) রুলস, ২০২৪’ শীর্ষক সংশোধিত আইন আসছে। খবর, এরই মাঝে মন্ত্রিসভায় এই নিয়োগের বিষয়ে অনুমোদন দিয়েছে রাজ্য সরকার।

এই বিষয়ে এসএসসি (স্কুল সার্ভিস কমিশন)-র এক আধিকারিক জানান, মন্ত্রিসভার অনুমোদনের পর গেজেট নোটিফিকেশন না-হওয়া পর্যন্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না। যত দ্রুত গেজেট নোটিফকেশন বার হবে, তত তাড়াতাড়ি নিয়োগের কাজ এগোবে।

স্পেশ্যাল এডুকেটর হওয়ার জন্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া ( আরএসআই) অনুমোদিত কেন্দ্রীয় সংস্থা থেকে স্পেশ্যাল বিএড অথবা ডিএলএড ডিগ্রি বাধ্যতামূলক। অর্থাৎ স্পেশাল বিএড করা চাকরি প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন।

সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত একটি মামলায় আগেই জানিয়েছিল, চারটি স্কুল পিছু এক জন করে স্পেশ্যাল এডুকেটর নিয়োগ করতে হবে রাজ্যকে। সে ক্ষেত্রে সংখ্যাটি ২০ হাজারের বেশি হবে। পরবর্তী কালে তা স্কুল পিছু এক জন করে করতে হবে। নিয়ম অনুযায়ী, ১০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য এক জন এবং উঁচু ক্লাসে ১৫ জন শিশুর জন্য এক জন স্পেশ্যাল এডুকেটর রাখতে হয়।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments