দীর্ঘ অপেক্ষার পর কর্মচারীদের ২৪,০০০ টাকা ভাতা বাড়াল পশ্চিমবঙ্গ! প্রথমেই মিলবে বাড়তি ৪,০০০ টাকা

এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির অপেক্ষায় আছেন। তারইমধ্যে এই কর্মচারীদের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার।

4243
ছুটি ঘোষণা নবান্ন পশ্চিমবঙ্গ

বেতন বৃদ্ধি: এবার কর্মচারীদের ২৪,০০০ টাকা ভাতা বাড়াল পশ্চিমবঙ্গ! বাড়তি ৪,০০০ টাকা মিলবে প্রথমেই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির অপেক্ষায় আছেন। তারইমধ্যে এই কর্মচারীদের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার।

মাসিক ২,০০০ টাকা করে ভাতা বাড়ানো হয়েছে। অর্থাৎ বছরে ভাতা বাড়ল ২৪,০০০ টাকা। এর সঙ্গে বকেয়া বা এরিয়ারের টাকাও দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এই ভাতা বৃদ্ধি করা হয়েছে শুধুমাত্র ‘কর্মবন্ধু’-দের জন্য। যাঁরা রাজ্য সরকারের বিভিন্ন দফতরে অস্থায়ী পদে কাজ করেন।

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরে কর্মরত ‘কর্মবন্ধু’-রা এতদিন মাসে ভাতা বাবদ ৩,০০০ টাকা পেতেন। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে ‘কর্মবন্ধু’-দের মাসিক ভাতা ২,০০০ টাকা বাড়ানো হচ্ছে। অর্থাৎ তাঁরা এবার থেকে প্রতি মাসে ভাতা ৫,০০০ টাকা পাবেন। ছয় বছরের অপেক্ষায় ইতি পড়ল।

অর্থ দফতরের তরফে জানানো হয়েছে, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে ‘কর্মবন্ধু’-রা বর্ধিত হারে ভাতা পাবেন। অর্থাৎ সেপ্টেম্বর থেকে তাঁদের মাসিক ভাতা বেড়ে দাঁড়াচ্ছে ৫,০০০ টাকা। আর সেইমতো তাঁরা দু’মাসের বকেয়া ভাতা পাবেন। অর্থাৎ নভেম্বরের ভাতার সঙ্গে তাঁরা বাড়তি ৪,০০০ টাকা পাবেন। ভাতা বৃদ্ধিতে খুশি কর্মীরা।

পড়ুন:  SSC Case: এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে, তবে কি কোন নির্দেশ দেবে আদালত?