Homeচাকরির খবরশিক্ষক নিয়োগ: নার্সারি এবং মাধ্যমিক স্কুলে পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করবে রামকৃষ্ণ...

শিক্ষক নিয়োগ: নার্সারি এবং মাধ্যমিক স্কুলে পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করবে রামকৃষ্ণ বেদান্ত মিশন, জেনেনিন এক্ষুনি

শিক্ষক নিয়োগ: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ করবে রামকৃষ্ণ বেদান্ত মিশন। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

রামকৃষ্ণ বেদান্ত মিশনের অন্তর্গত নার্সারি এবং মাধ্যমিক স্কুলে পড়ানোর জন্য। একজন করে শিক্ষক অথবা শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী নতুন শিক্ষাবর্ষের জন্য (২০২৫)। প্রার্থীকে অবশ্যই আবাসিক হিসেবে থাকতে হবে।

নার্সারি স্কুলে পড়ানোর জন্য আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। মাধ্যমিক স্কুলের ইংরেজি ও বিজ্ঞান বিভাগের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হওয়া বাধ্যতামূলক, এর অধিক শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন। যোগ্য প্রার্থীরা পাসপোর্ট সাইজের ছবি ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (self-attested) সহ ডাকযোগে মিশনের উপরিউক্ত ঠিকানায় অথবা মিশনের E-mail এ তাঁদের বায়োডাটা পাঠাতে পারবেন।
* সর্বোচ্চ বয়সসীমা 42 বছর

বিশেষ দ্রষ্টব্য :

* থাকা-খাওয়া এবং সান্মানিক দেওয়া হবে
* বায়োডাটা পাঠানোর শেষ তারিখ ২০/১১/২০২৪
* E-mail: rkvmissionoffice@gmail.com

RAMAKRISHNA VEDANTA MISSION
Vivekananda Road, P.O.: Vivekanandapur,
PS Kalitala Ashuti, Kolkata – 700 141,
West Bengal, India
Phone : 033-2488 1429 / 1022
Mobile : 9007341111/9432328251 / 8902753222

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments