Homeপশ্চিমবঙ্গমাঝের এই দু’দিন লিভ নিলেই টানা ১১ দিন ছুটি পেয়ে যাবেন এরাজ্যের...

মাঝের এই দু’দিন লিভ নিলেই টানা ১১ দিন ছুটি পেয়ে যাবেন এরাজ্যের সরকারি কর্মীরা, দেখেনিন এক ক্লিকেই

এর আগে দুর্গাপুজোয় রাজ্য সরকারি কর্মীরা টানা ১৬ দিন ছুটি পেয়েছেন। সেই সময় অনেকেই বাইরে বেড়াতে গিয়েছেন।

নিউজ ডেস্ক: মাঝে মাত্র দু’দিন ছুটি নিলেই মিলবে টানা ১১ দিনের ছুটি। ছুটির তালিকায় চোখ বোলালেই দেখা যাচ্ছে ৫ এবং ৬ নভেম্বর আনর্ড লিভ বা ইএল নিতে পারলেই আজ ৩১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত টানা ১১ দিন ছুটি মিলবে এরাজ্যের সরকারি কর্মীদের।

ছুটির তালিকা

৩১ অক্টোবর বৃহস্পতিবার কালীপুজোর ছুটি ছিল। শুক্রবার কালীপুজোর জন্য অতিরিক্ত ছুটি দিয়েছে রাজ্য সরকার। পরের দু’দিন শনি ও রবিবার। রবিবার ভাইফোঁটা, সেকারণে সোমবার ৪ নভেম্বর অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে। ৫ এবং ৬ নভেম্বর খোলা থাকবে রাজ্য সরকারের সমস্ত অফিস। ৭ তারিখ ছটপুজোর ছুটি। পরের দিন অর্থাৎ ৮ নভেম্বর ছটপুজোর জন্য বাড়তি ছুটি। ৯ এবং ১০ তারিখ শনি ও রবিবার হওয়ায় টানা চারদিন ফের ছুটির সুযোগ। সরকারি অফিস পুরোদমে খুলবে সেই ১১ নভেম্বর, সোমবার।

অর্থাৎ মাঝে ওই দু’দিন ‘লিভ’ নিতে পারলে লম্বা ছুটি পেয়ে যাবেন এরাজ্যের সরকারি কর্মীরা। এর আগে দুর্গাপুজোয় রাজ্য সরকারি কর্মীরা টানা ১৬ দিন ছুটি পেয়েছেন। সেই সময় অনেকেই বাইরে বেড়াতে গিয়েছেন। এখন যদি লম্বা ছুটির সুযোগ নিতে হয় তবে ৫ এবং ৬ নভেম্বর কোনভাবে ছুটি নিয়ে নিলেই হবে।

নভেম্বর মাসে মোট ১৪ দিন ছুটি আছে। ওই দিনগুলোতে বন্ধ থাকবে সমস্ত স্কুল, কলেজ। অক্টোবর মাসে বিশ্বকর্মা পুজো, দুর্গাপুজো, লক্ষ্মীপুজো মিলিয়ে একের পর পর এক ছুটি ছিল। এবার নভেম্বর মাসেও মোট ১৪ দিন ছুটি পেয়ে যাবেন বাংলার সরকারি কর্মীরা। 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments