ছুটি ঘোষণা: রাজ্যে উপনির্বাচনের কারণে ছুটি ঘোষণা করা হল। আগামী ১৩ নভেম্বর এরাজ্যের ছ’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আছে। ওই উপনির্বাচনের দিনে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের এলাকায় ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।
যে যে কেন্দ্রে উপনির্বাচন হবে সেগুলো হল – কোচবিহার জেলার সিতাই ও আলিপুরদুয়ার জেলার মাদারিহাট, বাঁকুড়া জেলার তালড্যাংরা, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া ও নৈহাটি।
এই বিষয়ে সোমবার অর্থ দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে ছুটির কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে সরকারির পাশাপাশি বেসরকারি ক্ষেত্রের কর্মচারীদেরও ভোটের দিন ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।
উপনির্বাচনে যাতে মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্যই এই সিদ্ধান্ত বলে বলা হয়েছে। নির্বাচন কমিশন বলছে এতে ভোটের হার বাড়বে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনও ভোটার যদি কর্মসূত্রে অন্যত্র বসবাস করেন, সে ক্ষেত্রেও নিজের কেন্দ্রে ভোট দেওয়ার জন্য তাঁকে কর্মস্থল থেকে সবেতন ছুটি দেওয়া বাধ্যতামূলক। যেমন, কোনও ভোটার নৈহাটির বাসিন্দা এবং কাজ করেন দমদমে । তা হলেও তাঁকে ১৩ নভেম্বর ভোটের দিন সবেতন ছুটি দিতে হবে।