সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর ঘোষণা না হলেও একলাফে এই ভাতা বাড়ছে ২৫%, জারি হল মেমো

বিভিন্ন প্রতিবেদন দাবি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩ শতাংশ বাড়তে পারে। তবে সেই ঘোষণায় বিলম্বে হলেও কনস্ট্যান্ট অ্যাটেন্ড্যান্ট অ্যালাওয়েন্স একলাফে ২৫ শতাংশ বাড়াতে বলা হল।

1944
পুজো বোনাসের ঘোষনা মহার্ঘ ভাতা ডিএ

নিউজ ডেস্ক: সম্প্রতি বিভিন্ন প্রতিবেদন দাবি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩ শতাংশ বাড়তে পারে। তবে সেই ঘোষণায় বিলম্বে হলেও কনস্ট্যান্ট অ্যাটেন্ড্যান্ট অ্যালাওয়েন্স একলাফে ২৫ শতাংশ বাড়াতে বলা হল। এই নিয়ে জারি হল মেমো।

ফাইনান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্টে দাবি করা হল, কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করা যে সব কর্মী অবসর গ্রহণ করেছেন, তাঁদের কনস্ট্যান্ট অ্যাটেন্ড্যান্ট অ্যালাওয়েন্স বাড়বে ২৫ শতাংশ। এর আগেই ডিএ বেড়ে ৫০ শতাংশ হওয়ায় এই ভাতা বাড়বে বলে দাবি করা হয়েছে রিপোর্টে।  

পেনশন ও পেনশনভোগী কল্যাণ দফতরের তরফ থেকে একটি অফিস মেমো জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, প্রতিবার ডিএ ৫০ শতাংশ করে বাড়লে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের কনস্ট্যান্ট অ্যাটেন্ড্যান্ট অ্যালাওয়েন্স ২৫ শতাংশ করে বাড়বে। এই আবহে পেনশন ও পেনশনভোগী কল্যাণ দফতরের তরফ থেকে সকল মন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে। কনস্ট্যান্ট অ্যাটেন্ড্যান্ট অ্যালাওয়েন্স ৬৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৪৩৮ টাকা করতে বলা হয়েছে।  

পড়ুন:  DA News: সরকারি কর্মচারীদের ১৮% DA বাড়তে পারে! ভাবনাচিন্তা শুরু রাজ্যের, কবে মিলবে বকেয়া ডিএ?

প্রসঙ্গত উল্লেখ্য, কনস্ট্যান্ট অ্যাটেন্ড্যান্ট অ্যালাওয়েন্স সেই সব অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের দেওয়া হয়, যারা ন্যূনতম টানা ১০ বছর সরকারি চাকরিতে ছিলেন। তাঁদের শেষ প্রাপ্ত বেসিক বেতনের ৫০ শতাংশ হারে তাঁদের পেনশন গণনা করা হয়ে থাকে। বর্তমানে এই খাতে ন্যূনতম পেনশন বল ৯ হাজার টাকা।  

পড়ুন:  পশ্চিমবঙ্গ: ৪ শতাংশ ডিএ বৃদ্ধির নোটিশ দেওয়া হল, দেখেনিন এক ক্লিকেই