সপ্তাহে মোটে চারদিন করতে হবে অফিস! টানা তিন দিন থাকবে ছুটি, নতুন শ্রম আইনে আসছে বিরাট রদবদল

3868
DA News মহার্ঘ ভাতা

নিউজ ডেস্ক: তবে কি এবার থেকে সপ্তাহে মোটে চারদিন করতে হবে অফিস! টানা তিন দিন থাকবে ছুটি, নতুন শ্রম আইন লাগু করতে চলেছে কেন্দ্র সরকার। নতুন শ্রম আইনে আসছে বড় পরিবর্তন।।

দেশের অধিকাংশ অফিসেই এখন ছুটি থাকে দুই দিন। সপ্তাহে পাঁচদিন কাজ থাকে। এই নিয়মেই অভ্যস্থ কার্পোরেট সংস্থার কর্মীরা। তবে এবার কাজের পদ্ধতিতে আসছে বিশাল বদল। পাঁচদিনের বদলে চারদিন অফিস চালু রাখার নিয়ম করতে চলেছে কেন্দ্র। সেক্ষেত্রে সপ্তাহে মোট তিনদিন ছুটি পাওয়া যাবে।

পড়ুন:  বিরাট চমক! অষ্টম বেতন কমিশন লাঘু হলে কর্মচারীদের বেতন বাড়বে ১৮৬%! জানুন

আরও কিছু বদল আসছে। বদল আসতে চলেছে বেতনের ক্ষেত্রেও। বাড়তে চলেছে পিএফ কন্ট্রিবিউশন। তবে এই কারণে কমে যতে পারে হাতে পাওয়া বেতনের পরিমাণ।

তবে দিন কম হলেও খুব একটা সুবিধা হবে না, কারণ সেক্ষেত্রে বাড়বে ওয়ার্কিং আওয়ার। আসতে চলেছে নতুন শ্রম আইন। এই আইন লাগু হলেই এবার থেকে সপ্তাহে পাঁচদিনের বদলে চারদিন অফিস হবে। তবে বেড়ে যাবে ওয়ার্কিং আওয়ার।

পড়ুন:  অবাক কান্ড: দুই মহিলার প্রেমে পড়ে একই মণ্ডপে দুজনকে বিয়ে করলেন এই ব্যক্তি

এই ক্ষেত্রে ৯ ঘণ্টা থেকে বেড়ে গিয়ে কাজের সময় হবে ১২ ঘণ্টা। কর্মীদের ১২ ঘণ্টা কাজ করতে হবে। সেই ক্ষেত্রে দিতে হবে সপ্তাহে মোট তিন দিন ছুটি। এই নিয়ম ইতিমধ্যেই যে সমস্ত কোম্পানিতে লাগু হয়েছে সেখানে কমেছে ইস্তফার হার, আর ছুটি নেওয়ার পরিমাণ। কর্মীদের মনোযাগ বাড়ারও প্রবণতা দেখা গিয়েছে। নতুন শ্রম আইন চালু হলেই বদলে যাবে কাজের হিসাব।

পড়ুন:  DA NEWS: তবে কি ডিএ নিয়ে বড় পরিবর্তন এবার আসবে? ফিরে আসবে পুরনো বেতন কমিশনের নিয়ম?