Big News: হরিয়ানায় বিরাট কামব্যাক বিজেপির, চমক দেখাচ্ছে গেরুয়া শিবির, দেখেনিন ভোটের ফল

853
রাহুল মোদি ভোটের ফল

হরিয়ানা, জম্মু এবং কাশ্মীরে ভোটের ফল: আজ হরিয়ানার বিধানসভা নির্বাচনে 90 টি আসনে ভোট গণনা চলছে তারপরে এটি স্পষ্ট হবে যে বিজেপি হ্যাটট্রিক করবে এবং রাজ্যে সরকার গঠন করবে নাকি কংগ্রেস ক্ষমতায় ফিরে আসবে। জোটের দিকেও নজর রাখছেন বিশেষজ্ঞরা। জম্মু কাশ্মীর নির্বাচনে 90টি আসনেও ভোট গণনা চলছে, যার পরে দেখে নেওয়া হবে মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লাহ, রাহুল গান্ধীর কংগ্রেস নাকি বিজেপি উপত্যকায় ক্ষমতায় আসবে। এরপর মধ্যে হরিয়ানায় কামব্যাক বিজেপির।

পড়ুন:  8ম বেতন কমিশনে বেতন বৃদ্ধি: 2.86 ফিটমেন্ট ফ্যাক্টর? মূল বেতন কত হতে পারে?

প্রাথমিক গণনায় দুই রাজ্যেই এগিয়ে রয়েছে কংগ্রেস। তবে হরিয়ানায় কামব্যাক বিজেপির। অন্যদিকে, জম্মু এবং এগিয়ে রয়েছে কংগ্রেস জোট। আসুন একনজরে দেখেনিই ভোটের ফলের ট্রেন্ড –

হরিয়ানা ভোটের ফল

কংগ্রেস: ৩৯
বিজেপি: ৪৪
INLD: ০২
অন্যান্য: ০৫

জম্মু এবং কাশ্মীরে ভোটের ফল

পড়ুন:  BPSC: পরীক্ষা বাতিলের দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল রাজ্য, পুলিশের লাঠি চার্জ, রাজ্য বন্ধের ডাক

কংগ্রেস+: ৫০
বিজেপি: ২৪
PDP: ৪
অন্যান্য: ১২