নিউজ ডেস্ক: বেতন বেড়েছে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের। তাঁদের মাসিক ভাতা 10 হাজার 194 টাকা থেকে মাসিক ভাতা বেড়ে হয়েছে 17 হাজার টাকা। রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত বিভাগের চুক্তি ভিত্তিক আইসিটি কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে সেলফ হেল্প গ্রুপ ও এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট। সেই বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুলের কম্পিউটার শিক্ষকদেরও ভাতা বৃদ্ধির আওতায় আনা হয়।
বর্ধিত বেতন পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন এই কর্মীরা। বিভিন্ন সরকারি ও গভর্নমেন্ট স্পনসর স্কুলে প্রায় সাড়ে পাঁচ হাজারের বেশি আইসিটি কম্পিউটার ইনস্ট্রাকটর কাজ করেন। পুজোর মুখে বেতন বৃদ্ধি হওয়ায় তাঁরা খুশি। মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছাও জানিয়েছেন এই সব কর্মীরা। রবিবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসেন তাঁরা।
এই নিয়ে ওয়েস্ট বেঙ্গল আইটি পার্সোন্যাল কম্পিউটার ইনস্ট্রাকটর ওয়েলফেয়ার অ্যাসোশিয়েসনের রাজ্য সভাপতি মোদাব্বর গাজি বলেন, ‘আগে আমরা বেতন পেতাম মাত্র ১০ হাজার ৩০০ টাকা। এই বছর আমাদের বেতন অভিজ্ঞতার ভিত্তিতে কারও ২১ হাজারের বেশি, অনেকের ২৫ হাজার ছাড়াল। অক্টোবর থেকেই আমরা এই বেতন পেয়েছি। অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।’
চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল 2013 সাল থেকে। সেই নিয়োগ প্রক্রিয়া হয় 5টি ধাপে। এই পর্যায়ের স্কুল স্তরে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক পদে প্রায় 5 হাজার 600 জন নিয়োগ হয়েছে । তাদের বেতন বেড়েছে 14 বছর পর ৷ শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই বিষয়ে বলেছিলেন, “আমরা ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে অভিনন্দন জানাচ্ছি । একই সঙ্গে আইসিটি কম্পিউটার প্রশিক্ষক, পার্শ্বশিক্ষক, ভোকেশনাল, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু, এনএসকিউএফ, পার্ট টাইম শিক্ষকদের ভাতাও বৃদ্ধি করে বঞ্চনার অবসান ঘটানোর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি।”