DA NEWS: সরকারি কর্মীদের জন্য বাম্পার খবর, ৩% DA বাড়লে হাতে কত পাবেন বাড়তি বেতন? দেখেনিন একনজরে

দীপাবলি উৎসব কেন্দ্রীয় কর্মীদের জন্য দুর্দান্ত হতে চলেছে। তাদের জন্য সুখবর রয়েছে। ধনতেরাসের আগে কর্মচারীদের (Central government employees) জন্য মহার্ঘ ভাতা (dearness allowance) ঘোষণা করা হবে।

5868
ইন্টার্নশিপ ভাতা মাসিক টাকা

DA NEWS: খুব ভালো খবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। দীপাবলি উৎসব কেন্দ্রীয় কর্মীদের জন্য দুর্দান্ত হতে চলেছে। তাদের জন্য সুখবর রয়েছে। ধনতেরাসের আগে কর্মচারীদের (Central government employees) জন্য মহার্ঘ ভাতা (dearness allowance) ঘোষণা করা হবে। সেক্ষেত্রে যোগ হবে বাড়তি বেতন। অক্টোবরের শেষ সপ্তাহে সপ্তম বেতন কমিশনের অধীনে মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। এমতাবস্থায় বেতনের বড় বৃদ্ধি হবে।

৩ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা হবে

কেন্দ্রীয় সরকারি কর্মীরা জুলাই ২০২৪-এর জন্য মহার্ঘ ভাতা (DA Hike) বৃদ্ধির ঘোষণার অপেক্ষায় রয়েছেন। জানা যাচ্ছে ৩ শতাংশ ডিএ বাড়তে পারে। এখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এর সঙ্গে ৩ শতাংশ আরও যোগ করা হয় তবে ডিএ বেড়ে ৫৩ শতাংশ হয়ে যাবে।

পড়ুন:  বিজেপি নেতার ছেলের সঙ্গে পাকিস্থানি কন্যার বিয়ে অনলাইনে সম্পন্ন, শুধু উত্তরপ্রদেশে নয়, সারা দেশেই আলোচিত হচ্ছে

৩% ডিএ হলে কত বাড়বে বেতন?

৩% ডিএ বাড়ানোর পরে, কর্মচারীদের বেতনও বেড়ে যাবে। মহার্ঘ ভাতা হিসাব করা হয় মূল বেতন অনুযায়ী। বর্তমানে  মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ ৫০ শতাংশ হিসাবে পাওয়া যচ্ছে। ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে  বেতনও সরাসরি বৃদ্ধি পাবে। কিন্তু, ডিএ সরাসরি ৩ শতাংশ বাড়লে কত টাকা পাওয়া যাবে। আপনি তার হিসাব এভাবে চেক করতে পারেন।

পড়ুন:  DA NEWS: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কি 2025 সালে ডিএ বৃদ্ধি পাবে? এখানে জেনেনিন

ডিএ বৃদ্ধি ৩ শতাংশ বৃদ্ধি হলে মোট ডিএ বেড়ে হবে ৫৩ শতাংশ হবে। এখন যদি আমরা ৫৬,৯০০ টাকার বেসিকের উপর DA গণনা করি, তাহলে কেন্দ্রীয় কর্মচারীদের অ্যাকাউন্টে মোট মহার্ঘ ভাতা হবে ৩০,১৫৭ টাকা। ৫৬,৯০০*৫৩/১০০=৩০,১৫৭ টাকা। ৫০ শতাংশ ডিএর ক্ষেত্রে হিসাব হল ৫৬,৯০০*৫০/১০০=২৮,৪৫০। অর্থাৎ মাসে বেতন বাড়ছে ৩০,১৫৭ – ২৮,৪৫০ = ১,৭০৭ টাকা। যদি বার্ষিক ভিত্তিতে দেখা যায়, তাহলে বাড়তি বেতন ১,৭০৭*১২= ২০,৪৮৪ টাকা।

পড়ুন:  সরকারি কর্মচারীদের জন্য সুখবর! 80-এর পরে অতিরিক্ত পেনশন দেওয়া হবে, নতুন নির্দেশিকায় বিরাট লাভ

উপকৃত হবেন ১ কোটিরও বেশ সরকারি কর্মচারী-পেনশনভোগী

মহার্ঘ ভাতা ঘোষনা হলে ৫০  লক্ষেরও বেশি কেন্দ্রীয় কর্মচারী এবং ৬৫  লক্ষেরও বেশি পেনশনভোগী উপকৃত হবেন। এটি ১ জুলাই, ২০২৪ থেকে বাস্তবায়িত হবে। অক্টোবরের শেষ নাগাদ এর ঘোষণা হতে পারে। এর আগে ২০২৪ সালের মার্চ মাসেও মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। তখন ডিএ বেড়ে ৫০ শতাংশ হয়ে গিয়েছিল। এবার ৩ শতাংশ ডিএ বাড়তে পারে।