Homeপশ্চিমবঙ্গSSC: টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে গুরুত্বপুর্ন নোটিশ এসএসসির, জমা করতে হবে 1000...

SSC: টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে গুরুত্বপুর্ন নোটিশ এসএসসির, জমা করতে হবে 1000 টাকা, জেনেনিন এক্ষুনি

টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে গুরুত্বপুর্ণ নোটিশ দিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। টেট -2011এর  ক্ষেত্রে ডুপ্লিকেট TET সার্টিফিকেটের জন্য আবেদন জমা দিয়েছেন, তাদের টেট সার্টিফিকেট দেওয়া হবে। 24.09.2024 থেকে 30.09.2024 পর্যন্ত সমস্ত কার্যদিবসে TET সার্টিফিকেট প্রদান  করবে স্কুল সার্ভিস কমিশন।

SSC TET CERTIFICATE: টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে গুরুত্বপুর্ণ নোটিশ দিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। টেট -2011এর  ক্ষেত্রে ডুপ্লিকেট TET সার্টিফিকেটের জন্য আবেদন জমা দিয়েছেন, তাদের টেট সার্টিফিকেট দেওয়া হবে। 24.09.2024 থেকে 30.09.2024 পর্যন্ত সমস্ত কার্যদিবসে TET সার্টিফিকেট প্রদান  করবে স্কুল সার্ভিস কমিশন।

ডুপ্লিকেট TET সার্টিফিকেট সংগ্রহ করতে প্রার্থীদের আসল TET অ্যাডমিট কার্ড সহ ফটো আইডেন্টিটি প্রুফ এবং জমা দেওয়া আবেদনের রশিদ নিয়ে আসতে হবে। যদি আসল TET অ্যাডমিট কার্ড হারিয়ে যায় তবে সংশ্লিষ্ট থানার পুলিশ জিডি কপি অবশ্যই আনতে হবে।উক্ত তারিখের মধ্যে 11.00 AM থেকে 3.00 PM এর মধ্যে এসএসসি অফিসে আসতে হবে।

প্রার্থীরা তাদের অনুমোদিত প্রতিনিধিও পাঠাতে পারেন যাকে প্রার্থীর কাছ থেকে একটি পৃথক অনুমোদন পত্র এবং তার নিজের ফটো আইডেন্টিটি প্রুফ সহ পূর্বোক্ত সমস্ত নথিপত্র আনতে হবে।




টেট সার্টিফিকেট

ডুপ্লিকেট TET সার্টিফিকেট সংগ্রহের জন্য 1000/- টাকা (এক হাজার টাকা) শুধুমাত্র চার্জের জন্য নগদে জমা করতে হবে। ডুপ্লিকেট TET শংসাপত্রগুলি ঐ নির্দিষ্ট  সময়সূচী অনুযায়ী বিতরণ করা হবে।

এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “ডুপ্লিকেট টেট সার্টিফিকেটের জন্য এক হাজার টাকা ফি করা হয়েছে। এই অস্বাভাবিক ফি বৃদ্ধির আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

Notice and schedule for Distribution of Duplicate TET Certificate to the applicants in connection with Teacher Eligibility Test-2011      

Click here to view the Notice.     

পড়ুন:  প্রধান বিচারপতি চন্দ্রচূড় আর রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা শুনবেন না, যা জানাল জানাল সুপ্রিম কোর্ট, কি হবে?




RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!