SSC: মাধ্যমিক পাশ যোগ্যতায় ৩৯৪৮১ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হল, জেনেনিন বিস্তারিত

394
চাকরির খবর ব্যাঙ্কে নিয়োগ

SSC GD

SSC GD: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। এসএসসি জিডি (SSC GD) কনস্টেবল পদে ৩৯৪৮১ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হল। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কনস্টেবল জেনারেল ডিউটি পদে বিভিন্ন ক্ষেত্রে যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেলস, এস এস এফ. এনসিবি-তে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ ৩৯৪৮১। অনলাইনে আবেদন করতে হবে। পরীক্ষার সম্ভাব্য সময় জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২৫।

পড়ুন:  ESIC Recruitment 2025: বিভিন্ন পদের জন্য আবেদন নেওয়া হচ্ছে, বেতন 78,800 টাকা পর্যন্ত

শিক্ষাগত যোগ্যতা

একটি স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউশন থেকে দশম শ্রেণি বা সমতুল্য পাস করে থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

বয়স

১৮-২০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীর নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

নির্বাচন পদ্ধতি

কম্পিউটার বেসড টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, শারীরিক সক্ষমতার পরীক্ষা, মেডিক্যাল পরীক্ষা। কম্পিউটার বেসড টেস্টে ৮০টি প্রশ্ন থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিকস্ এবং ইংলিশ / হিন্দি। প্রতিটি ক্ষেত্রে ২০টি প্রশ্ন থাকবে।

পড়ুন:  BIG BREAKING: শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ এবং কাউন্সেলিং নিয়ে নোটিশ এসএসসির (SSC), দেখেনিন এক ক্লিকেই

আবেদন পদ্ধতি

অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in এ গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট-সহ ফর্মটি পুরণ করে সাবমিট করুন। আবেদনের শেষ তারিখ ১৪ অক্টোবর রাত ১১টা পর্যন্ত।