Assistant Professor: রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ, কোন বিভাগে নিয়োগ?

218
Assistant Professor Recruitment

Assistant Professor Recruitment শিক্ষক নিয়োগ

Assistant Professor Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।  প্রতি সিমেস্টারের জন্য প্রতি মাসে তাঁদের সর্বাধিক ২০টি ক্লাস নিতে হবে। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

শূন্যপদ

বিশ্ববিদ্যালয়ের অতিথি শিক্ষক পদে নিয়োগ হবে। তবে বিজ্ঞপ্তিতে শূন্যপদের বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগের জন্য নিয়োগ করা হবে অতিথি শিক্ষকদের। 

পড়ুন:  Assistant Professor: রাজ্যের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ, ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন

সাম্মানিক

নিযুক্তদের ক্লাস পিছু ৫০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। প্রতি সিমেস্টারের জন্য প্রতি মাসে তাঁদের সর্বাধিক ২০টি ক্লাস নিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স

আবেদনকারী চাকরি প্রার্থীদের সাঁওতালিতে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। নেট/ সেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের জন্য কোনও বয়ঃসীমার উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে।

পড়ুন:  Assistant professor: সহকারী অধ্যাপক সহ বিভিন্ন শূন্যপদে নিয়োগ করবে Seacom Skills University, আবেদন করুন

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য আগ্রহীদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না। আগামী ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি এবং অন্যান্য নথি নিয়ে দুপুর ১২টার মধ্যে উপস্থিত হতে হবে। বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।