Homeচাকরির খবরপ্রাথমিক শিক্ষক নিয়োগে কাউন্সেলিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ নোটিশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, দেখেনিন

প্রাথমিক শিক্ষক নিয়োগে কাউন্সেলিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ নোটিশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, দেখেনিন

প্রাথমিক শিক্ষক নিয়োগ: প্রাথমিক শিক্ষক নিয়োগে কাউন্সেলিং সম্পর্কে গুরুত্বপুর্ন নোটিশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্যের প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। জেলা স্তরে কাউন্সেলিং সম্পন্ন হওয়ার পর রাজ্যস্তরে কাউন্সিলিং চলছে। এর জন্য আরও একটি নোটিশ জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রার্থীদের নামের তালিকা সহ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যস্তরের এই কাউন্সিলিংয়ে জেলা স্তরে কাউন্সিলিং সম্পন্ন না হওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ২৫ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।

১৩ সেপ্টেম্বর ১২ টা থেকে মূল প্যানেল থেকে ২৫ জন প্রার্থীর স্টেট লেভেল কাউন্সিলিং হবে। ইতিমধ্যেই জেলা স্তরে বেশির ভাগ চাকরি প্রার্থীর কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। বাকি থাকা কিছু প্রার্থীদের রাজ্য স্তরে কাউন্সেলিং এর পর সংশ্লিষ্ট স্কুলগুলিতে শূন্য পদের ভিত্তিতে নিয়োগ পাবেন প্রার্থীরা। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির বক্তব্যে এই কথা উঠে এসেছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।

প্রাথমিক শিক্ষক নিয়োগ

যে যে নথি সঙ্গে করে নিয়ে যেতে হবে – 

1) Admit Card of the TET.
2) Downloaded Document of TET-qualification.
3) Admit Card of Madhyamik Pariksha/Certificate thereof as proof of age.
4) Mark sheet and Certificate of Madhyamik or its equivalent examination issued by the Board
/Council/Body.
5) Mark sheet and Certificate of Higher Secondary or its equivalent examination issued by the Board/Council/Body.
6) Mark sheet and Certificate of Two Year D. El.Ed./D.Ed. (Special Education).
7) Mark sheet and Certificate of Graduation (BA/B.Sc./B.Com. etc.) issued by the University, if
applicable.
8) Caste Certificate (SC/ST/OBC-A/OBC-B) issued by the competent Govt. authority, if applicable.
9) PH certificate, as per Govt. rules, where applicable.
10) Voter ID/Aadhaar Card.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!