PhD Admission: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-র সুযোগ, কোন বিষয়ে জেনেনিন

475
Assistant Professor Recruitment

phd admission পিএইচডি ভর্তি

PhD Admission: গবেষণা (PhD Admission) করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য ভালো খবর। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-র সুযোগ এল। মোট আসনসংখ্যা পাঁচ। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিভাগে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

বিষয় ও আসন

কেমিক্যাল টেকনলজি বিভাগে পিএইচডি-র জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ফার্মাসিউটিক্যাল এবং ফাইন কেমিক্যাল টেকনোলজি এবং অ্যাপ্লায়েড কেমিস্ট্রি— এই দু’টি বিষয়ে পিএচডি-র সুযোগ রয়েছে। মোট আসনসংখ্যা পাঁচ। 

পড়ুন:  'আমাদের উপায় নেই...' এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে যা জানালেন আইনজীবী ফিরদৌস শামিম

শিক্ষাগত যোগ্যতা

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিভাগে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহস্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। এ ছাড়াও ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট/ স্টেট এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হলে ভালো হয়।

বাছাই প্রক্রিয়া

প্রবেশিকা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। নেট/ সেট উত্তীর্ণ প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউতে উত্তীর্ণ হতে হবে। 

পড়ুন:  PhD Admission: গবেষণা করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য দারুন খবর, পিএইচডি ভর্তির বিজ্ঞপ্তি দিল কল্যাণী বিশ্ববিদ্যালয়

আবেদন প্রক্রিয়া

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করার পর ১০০ টাকার আবেদনমূল্য জমা দিতে হবে। শেষে বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে ১২ সেপ্টেম্বর মধ্যে। প্রবেশিকার তারিখ ১৮ সেপ্টেম্বর এবং ইন্টারভিউ হবে ২০ সেপ্টেম্বর। বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।