Assistant Professor: রাজ্যের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ, ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন

208
Assistant Professor Recruitment

সহকারী অধ্যাপক নিয়োগ

Assistant Professor Recruitment: এবার শিক্ষকতার সুযোগ এল রাজ্যের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। বিশ্বভারতীর ভাষা ভবনের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। একাধিক শূন্যপদে নিয়োগ (assistant professor) দেওয়া হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

শূন্যপদ

‘সেন্টার ফর মর্ডান ইউরোপিয়ন ল্যাঙ্গুয়েজেস, লিটরেচার অ্যান্ড কালচার স্টাডিজ়’, বিশ্বভারতীর ভাষা ভবনের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। রুশ, ইতালিয়ান, জার্মান, ফরাসি ভাষায় রয়েছে শিক্ষকতার সুযোগ। প্রতিটি বিভাগে এক জন করে নিয়োগ করা হবে।

পড়ুন:  WBPSC নিয়োগ পরীক্ষার ক্যালেন্ডার 2025 প্রকাশিত হয়েছে: এখানে গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়সূচী দেখুন




বেতন

মাসিক বেতন নয়, লেকচার পিছু টাকা দেওয়া হবে নিযুক্তদের। প্রতিটি লেকচারের জন্য মিলবে ১৫০০ টাকা। এ ভাবে সর্বোচ্চ মাসিক ৫০ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। চুক্তির ভিত্তিতে প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছরের। প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি হতে পারে।

পড়ুন:  SSC: তবে কি চলতি সপ্তাহে মেধা তালিকা প্রকাশের কোনও সম্ভাবনা নেই? এসএসসি শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর এল

শিক্ষাগত যোগ্যতা

বিভাগে ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। যদি সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকে, তা হলে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী চাকরির প্রার্থীরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘কেরিয়ার’ বিভাগে গেলে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ৩০ অগস্ট। ওই দিন থেকে আগামী তিন সপ্তাহের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

পড়ুন:  রাজ্য সরকারি চাকরি: গ্র্যাজুয়েট যোগ্যতায় প্রচুর সরকারি নিয়োগ বাংলায়, মাইনে ৯০ হাজার টাকা, কীভাবে আবেদন করবেন? জেনেনিন