নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বিরাট খবর সামনে এল। শিক্ষকদের পর এবার গ্রুপ সি-গ্রুপ ডি-র অযোগ্য তালিকা প্রকাশ করত চলেছে স্কুল সার্ভিস কমিশন। কালীপুজো- দীপাবলি মিটলেই এসএসসি ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করবে এসএসসি। নয়া নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যরা আবেদন করতে পারবেন না।
নতুন করে পরীক্ষা নিয়ে শিক্ষাকর্মী নিয়োগ করবে এসএসসি। শিক্ষা কর্মীদের নয়া নিয়োগের প্রক্রিয়া শুরুর আগেই তালিকা প্রকাশ করা হবে এসএসসি-এর তরফে। এমনই খবর মিলছে। কালীপুজো-দীপাবলি মিটলেই এসএসসি ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করবে এসএসসি। সেক্ষেত্রে অযোগ্যরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।
একেই তালিকা প্রকাশ করে অযোগ্যদের নাম জানিয়ে দেবে এসএসসি। জানা যাচ্ছে ৩৫০০-এরও বেশি প্রার্থীদের নাম থাকতে চলেছে অযোগ্যদের তালিকায়। গ্রুপ সি ও গ্রুপ ডি-র জন্য পৃথক পৃথক তালিকা প্রকাশ করবে এসএসসি। অযোগ্যদের তালিকা তৈরির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন।
প্রসঙ্গত উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই শিক্ষা কর্মীদের নয়া নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগামী ৩ নভেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। কত সংখ্যক শূন্য পদ রয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের জন্য, তার সংখ্যাও প্রকাশ করেছে এসএসসি। মোট ৮ হাজার মত শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।



