BIG NEWS: সুপ্রিম কোর্টে এসএসসি ২৬০০০ চাকরি বাতিল মামলা আজকে শুনানি হল, যা জানা গেল

5844
সুপ্রিম কোর্ট শিক্ষক ২৬ হাজার চাকরি বাতিল

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC) দ্বারা নিয়োগকৃত চাকরি বাতিল মামলার আজ, সোমবার, সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানি হয়। এই মামলাটি মূলত বেশ কিছু বিষয়ের স্পষ্টীকরণের জন্য দায়ের করা হয়, যা রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে পারে। গ্রুপ সি এবং গ্রুপ ডি যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের মধ্যে পার্থক্য নির্ণয়ের জন্য এই আবেদন করা হয়।

পড়ুন:  মমতার আঁচলের ছায়ায় বড় হয়ে করে খেতে বিজেপিতে এসেছে! এবার বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ

জানা যাচ্ছে, আজ আদালত এই মামলা খারিজ করে দিল। আজকে সুপ্রিম কোর্ট গ্রুপ-সি এবং ডি মামলা খারিজ করে দিল। বিচারপতি এই মামলা নিয়ে তেমন আগ্রহ দেখাননি বলেই জানা হচ্ছে। মামলাটি সুপ্রিম কোর্টের ১২ নম্বর কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে ২১ নম্বর সিরিয়ালে তালিকাভুক্ত ছিল। যদিও বিচারপতিরা এই মামলা নিয়ে আগ্রহ দেখাননি, খারিজ করা হয়েছে বলেই জানা যাচ্ছে। বিচারপতি বলেন, এই মামলার অলরেডি রায় দেওয়া হয়ে গেছে। রাজ্য সরকার পরীক্ষা নিচ্ছে, তিনি আর এই মামলায় ঢুকতে চাননা। যদিও পিটিশন পক্ষের আইনজীবি বিভিন্ন কথা তুলে ধরেন। শেষ পর্যন্ত আদালত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা বলেন।

চাকরি হারাদের প্রধান দাবি ছিল, অযোগ্য প্রার্থীদের থেকে যোগ্য প্রার্থীদের আলাদা করে দেখা হোক এবং যোগ্যদের চাকরির সুরক্ষার ব্যবস্থা করা হোক। এছাড়া চাকরি বাতিলের রায়ের কিছু অংশের আইনি স্পষ্টীকরণ চেয়েছিলেন আবেদনকারীরা।

মামলাটি মূলত গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদের যোগ্য চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে দায়ের করা হয়। কাকুলি বিশ্বাস বনাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নামে এই মামলাটি চলছে। আবেদনকারীদের পক্ষে আইনজীবী মধুমিতা ভট্টাচার্য এই আবেদনটি দায়ের করেন।