TET:  সুপ্রিম নির্দেশে ১৫-২০ বছর স্কুলে পড়ালেও রেহাই নেই, টেট নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে রিভিউ চাইছে রাজ্য

2124
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

নিউজ ডেস্ক: সদ্যই সুপ্রিম কোর্টের নির্দেশ এসেছে। ১৫-২০ বছর স্কুলে পড়ালেও রেহাই নেই, শিক্ষক-শিক্ষিকাদের দিতেই হবে টেট, এমনই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্টের নির্দেশে রিভিউ চাইছে রাজ্য সরকার। কর্মরত শিক্ষকদের দিতে হবে টেট। সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে এবার রিভিউ পিটিশনে যেতে চাইছে রাজ্য। রিভিউ পিটিশনে যাওয়া নিয়ে স্কুল শিক্ষা দফতরের তরফে প্রস্তাব পাঠানো হচ্ছে নবান্নে।

কর্মরত শিক্ষকদের টেট দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের এবার রিভিউ পিটিশনে যেতে চাইছে রাজ্য। কর্মরত শিক্ষকদের টেট উত্তীর্ণ হতেই হবে। যারা টেট ছাড়া চাকরি করছেন তাদের টেট দিতে হবে। এর জেরে দীর্ঘ ১৫ বছর বা ২০ বছর ধরে শিক্ষকতা করার শিক্ষক-শিক্ষিকাদেরও দিতে হবে এই পরীক্ষা। এই নির্দেশের পরেই চিন্তায় পড়েছেন কয়েক লক্ষ শিক্ষক।

এর প্রভাব পড়তে পারে শিক্ষক ক্ষেত্রেও। এই আশঙ্কায় রিভিউ পিটিশনের দিকে যেতে চায় রাজ্য। নবান্নের সবুজ সংকেত পেলেই স্কুল শিক্ষা দফতর রিভিউ পিটিশন করবে সুপ্রিম কোর্টে বলেই সূত্রের খবর। এর আগে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, এই সংক্রান্ত আলোচনা চলছে, যথা সময়ে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।

সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে এবার রিভিউ পিটিশনে যেতে চাইছে রাজ্য। রিভিউ পিটিশনে যাওয়া নিয়ে স্কুল শিক্ষা দফতরের তরফে প্রস্তাব পাঠানো হচ্ছে নবান্নে। এখন এই রিভিউয়ের দিকেই তাকিয়ে আছেন শিক্ষকরা।

পড়ুন:  বড় খবর: ভুয়ো সার্টিফিকেট কাণ্ডে বিরাট পদক্ষেপ নবান্নের, স্ক্যানারে ইনস্পেক্টর র‍্যাঙ্কের দুই অফিসার, কেন?