SSC: প্রবল বিরক্ত সুপ্রিম কোর্ট, এসএসসি মামলা খারিজ করে দিলেন বিচারপতি! এসএসসির নীতিগত সিদ্ধান্তে যা জানালেন বিচারপতি

5098
এসএসসি সুপ্রিম কোর্ট শিক্ষক নিয়োগ

SSC CASE: স্কুল সার্ভিস কমিশনের মামলায় প্রবল বিরক্ত দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, মামলা খারিজ করে দিলেন বিচারপতি! জানাল, নীতিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ নয় এসএসসির উদ্দেশ্যে বিচারপতি সঞ্জয় কুমারের মন্তব্য, সব ‘দাগি অযোগ্য’দের বাদ দেওয়া হয়েছে তো? এসএসসির আইনজীবী জানান, বাদ দেওয়া হয়েছে।

একই বিষয়ে একাধিক মামলা করা হচ্ছে! এসএসসির প্রচুর মামলা নিয়ে বিরক্ত শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চের মন্তব্য, ”একই বিষয়ে এত মামলা কেন? প্রতি দিন একই বিষয়ে এখানে মামলা আসছে। আমরা সব বিষয় বিবেচনা করেছি।”

কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সর্বোচ্চ আদালত। স্নাতক এবং স্নাতকোত্তরস্তরে ন্যূনতম নম্বর নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। এসএসসির বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ নিয়ে করা মামলা খারিজ করে দিল আদালত।

সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে, নিয়োগ প্রক্রিয়ায় এসএসসির নীতিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ না। ওই নিয়োগ প্রক্রিয়ায় সব বিষয় বিবেচনা করা হয়েছে। ‘দাগি অযোগ্য’দের বাদ দেওয়া হয়েছে। এদিন, এসএসসি-র আইনজীবী জানান, দাগি অযোগ্যদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে।

পড়ুন:  ৪% DA ঘোষণায় অখুশি সরকারি কর্মীদের নয়া পদক্ষেপ, চাপে পড়বে মমতা সরকার?

এদিকে, নতুন করে পরীক্ষায় বসার দাবি নিয়ে ফের মামলা হল কলকাতা হাইকোর্টে। SSC-র তালিকা প্রকাশের পরই হাই কোর্টে মামলা ‘দাগি’দের একাংশের। বিচারপতি সৌমেন ভট্টাচার্যর এজলাসে শুনানির হবে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে।

সোমবার কলকাতা হাই কোর্টে এই মর্মে মামলা দায়ের করেছেন প্রায় সাড়ে ৩০০ ‘অযোগ্য’ প্রার্থী। তাঁদের মূল দাবি, আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন নিয়োগের জন্য যে পরীক্ষা নেওয়া হবে, তাতে বসতে চান। এসএসসি নিয়ম মেনে ‘দাগি’দের তালিকা প্রকাশ করেনি, এই অভিযোগ তুলে পরীক্ষায় বসার দাবি জানিয়েছেন তাঁরা। হাই কোর্ট মামলাটি গ্রহণ করেছে। 

পড়ুন:  এবার পরীক্ষায় বসতে হবে স্কুল শিক্ষক-শিক্ষিকাদের, করা হবে দক্ষতা যাচাই! বড় খবর সামনে এল