বিগ ব্রেকিং নিউজ: রাজ্যের হাই স্কুলে গ্রুপ C ও গ্রুপ D পদে বিশাল নিয়োগের ঘোষণা SSC-র

2089
এসএসসি SSC শিক্ষক

SSC গ্রুপ C, গ্রুপ D নিয়োগ: রাজ্যে অবশেষে বহু প্রতীক্ষিত গ্রুপ C (ক্লার্ক) ও গ্রুপ D কর্মী নিয়োগের সংক্ষিপ্ত নোটিশ প্রকাশিত হল। পশ্চিমবঙ্গের বিভিন্ন হাই স্কুলে দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদে এবার ব্যাপক নিয়োগ হতে চলেছে।

👉 গ্রুপ C (ক্লার্ক): মোট শূন্যপদ ২,৯৮৯
👉 গ্রুপ D: মোট শূন্যপদ ৫,৪৮৮

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (SSC) জানিয়েছে, অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে, যা চলবে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত। তবে বিস্তারিত নোটিশ প্রকাশিত হবে ৩১ আগস্ট ২০২৫ তারিখে

চাকরিপ্রার্থীদের জন্য এ এক বড়ো সুযোগ। দীর্ঘ সময় ধরে নিয়োগ সংক্রান্ত জটিলতার পর এই বিজ্ঞপ্তি চাকরিপ্রার্থীদের মনে নতুন আশার আলো জাগিয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে, SSC-এর এই নিয়োগ বিজ্ঞপ্তি রাজ্যের শিক্ষাঙ্গনে কর্মী সংকট দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পড়ুন:  Assistant Professor: অধ্যাপক ও সহকারী অধ্যাপকের 261টি পদে নিয়োগ শুরু, এইভাবে আবেদন করুন

👉 আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, পরীক্ষার ধরণ এবং অন্যান্য নির্দেশাবলী জানতে চাকরিপ্রার্থীদের নজর রাখতে হবে ৩১ আগস্ট প্রকাশিত বিস্তারিত নোটিশের দিকে।

WBSSC GROUP C GROUP D RECRUITMENT

এখন সকলের নজর সেই বিজ্ঞপ্তির প্রতীক্ষায়, যা রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থীকে নতুন দিশা দেখাবে।

এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “গ্রুপ সি গ্রুপ ডি-র পাশাপাশি লাইব্রেরিয়ানদেরও নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হোক। শুধু তাই নয় অসংখ্য বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। সেই শূন্য পদে নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হোক।”

পড়ুন:  SSC: কাউন্সেলিংয়ের বিষয়ে অনিয়ম হয়নি দাবি এসএসসির, মুখ খুললেন ফিরদৌস শামিম