কর্মরত এবং অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের WBHS- এ অন্তর্ভূক্তিকরনের দাবিতে ঐতিহাসিক পদযাত্রার ডাক

337

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজ আবারও নজির্বিহীন ঐক্যের পথে হাঁটছেন নিজেদের ন্যায্য দাবি আদায়ের জন্য। দীর্ঘদিন ধরে কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা পরিবারের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে WBHS (West Bengal Health Scheme)-এর অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসছেন প্রশাসনের কাছে। রাজ্যের বিভন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে, একাধিকবার লিখিতভাবে শিক্ষাদপ্তর, স্বাস্থ্যদপ্তত ও প্রশাসনের উচ্চস্তরে আবেদন পাঠানো হলেও, সরকারের তরফে এখনও পর্যন্ত কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি।

পড়ুন:  বড় খবর: বিএড প্রশিক্ষিত শিক্ষকদের ৬ মাসের ব্রিজ কোর্স চালু নিয়ে কমিটি গঠন NCTE-র, জেনেনিন বিস্তারিত

এই প্রেক্ষাপটে, গত ০৩ আগস্ট, ২০২৫ (রবিবার) কয়েকজন শিক্ষক সংগঠক ব্যক্তিগত উদ্যোগে, রাজ্যের সকল শিক্ষক সংগঠনকে আহ্বান জানিয়ে একটি আলোচনা সভার ডাক দেন। সেই সভা থেকে, ঐক্যমত্তের ভিত্তিতে, ঐতিহাসিক এক কর্মসূচির ডাক দেওয়া হয়। 

তাঁদের উদ্যোগে আগামী ০৫ অক্টোবর ২০২৫ (রবিবার) কোচবিহার থেকে শুরু হবে দীর্ঘ ২০ দিনের পদযাত্রা, যা শেষ হবে ২৪ অক্টোবর ২০২৫ (শুক্রবার) নবান্ন বাসস্ট্যান্ডে। সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে শিক্ষক সমাজের স্বাস্থ্য সুরক্ষার বাস্তব চিত্র তুলে ধরবেন তাঁরা।

আয়োজকদের পক্ষ থেকে, শিক্ষক অনুপ কুমার সাহু জানিয়েছেন, “শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে, এই লড়াই-টি কোনো একক সংগঠনের নয়, বরং সর্বস্তরের সকল শিক্ষকদের ঐক্যবদ্ধতার এক উজ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে এই লড়াই।”

পড়ুন:  ‘শিক্ষকদের হাতে বেতের লাঠি ফেরানো উচিত’, বিরাট পর্যবেক্ষণ হাই কোর্টের, যা বলল হাইকোর্ট...

অনুপবাবু সকলস্তরের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনি যে দল, মত, সংগঠন, লিঙ্গ বা বয়সের প্রতিনিধি হোন না কেন, WBHS অন্তর্ভুক্তির এই ন্যায্য দাবির পদযাত্রায় আপনাকে আন্তরিক আমন্ত্রণ। যখন গোটা রাজ্য উৎসবে মেতে উঠবে, তখন শিক্ষক সমাজ নেমে আসবে পথে— নিজেদের ও পরিবারের স্বাস্থ্যের সুরক্ষার দাবিতে।”

পড়ুন:  কর্মরত শিক্ষকদের টেট সংক্রান্ত সুপ্রিম নির্দেশে চাকরি নিয়ে চরম অনিশ্চয়তা! রিভিউ পিটিশন সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে শিক্ষকদের আর্জি

তাঁদের স্লোগান—

“শিক্ষকদের স্বাস্থ্যের দাবিতে হাঁটুন, অবৈতনিক শিক্ষার স্বাস্থ্য ফেরাতে হাঁটুন। এক হাঁটা, এক লক্ষ্য, এক লড়াই।”

বার্তা স্পষ্ট—

🎯 একটাই দাবি: WBHS সকল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের জন্য।

🎯একটাই পথ: ঐক্যবদ্ধ আন্দোলন।