নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার জনের। আদলত নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তির নির্দেশ দেয়। এসএসসি ইতিমধ্যেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদিও চাকরি হারা যোগ্য প্রার্থীরা চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে আন্দোলন করছে। SSC-র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি মেনে আবেদনশুরুর মুখে ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ দ্বিমুখী কৌশল নিয়েছে।
এদিকে যেমন PM মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-সহ দেশের প্রথম সারির স্বীকৃত সব রাজনৈতিক দলের কাছে নিজেদের দুরবস্থার কথা জানাচ্ছেন। এরই সঙ্গে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের রায় না বেরোনো পর্যন্ত নতুন নিয়োগের জন্যে কোনও আবেদনই নেওয়া চলবে না বলে দাবি তুলে বৃহস্পতিবার ফের ‘SSC ভবন চলো’র ডাক দিয়েছে।
‘SSC ভবন চলো’র ডাক দিয়েছে ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’। মঞ্চের দাবি, যে ১৫,৪০৩ জনের চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি আছে, তাঁদের সবার সার্টিফায়েড লিস্ট প্রকাশ করতে হবে। রিভিউ পিটিশনে উপযুক্ত তথ্য প্রদানসহ যোগ্যদের পুনর্বহালের ব্যবস্থা করতে হবে।
যোগ্যদের জন্যে আর নতুন পরীক্ষা নয়, সব OMR প্রকাশ করার মাধ্যমে SC রিভিউতে রি-প্যানেল দাবি রাখতে হবে রাজ্য সরকার, SSC ও মধ্যশিক্ষা পর্ষদকে। এমনই দাবি করছেন যোগ্য শিক্ষকরা।