নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার জনের। আদলত নিদের্শ দিয়েছিল নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শুক্রবারই নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন ৷ নিয়োগ বিজ্ঞপ্তি জারি হওয়ার পর পরই তৎপরতা শুরু করেছে এসএসসি।
এবার শিক্ষক নিয়োগ পরীক্ষার চাকরিপ্রার্থীদের শংসাপত্র এবং নথি পরীক্ষায় (ডকুমেন্ট ভেরিফিকেশন) বাড়তি সতর্ক এসএসসি। সংস্থার একটি সূত্র জানাচ্ছে, আবেদনকারী চাকরিপ্রার্থীদের তিনটি পর্যায় ডকুমেন্ট ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েছেন এসএসসি কর্তৃপক্ষ।
জানা যাচ্ছে, অনলাইনে যখন আবেদন আসবে সেই সময় প্রথম পর্যায়ের নথি পরীক্ষার কাজ হবে। ইন্টারভিউ হওয়ার সময় হবে দ্বিতীয় বার। কাউন্সেলিং-এর সময় তৃতীয় পর্যায়ের ‘ডকুমেন্ট ভেরিফিকেশন’ করবেন এসএসসি কর্তৃপক্ষ। কোনও ভুয়ো নথি বা শংসাপত্র দিয়ে দিয়ে কোনও চাকরিপ্রার্থী আবেদন করছেন কি না, তা তিন দফা পরীক্ষায় চিহ্নিত করা যাবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে ভুয়ো ‘কাস্ট সার্টিফিকেট’ (জাতিগত শংসাপত্র) নিয়েও।
কোন চাকরি প্রার্থী কোন স্কুলে চাকরি পাচ্ছেন? চাকরিপ্রার্থীকে সুপারিশ পত্র দেওয়ার সঙ্গে সঙ্গে এসএসসি তার ওয়েবসাইটে আপলোড করবে। তাঁর মেরিট অথবা তাঁর র্যাঙ্ক অনুযায়ী তিনি কোন স্কুলের কোন জেলায় চাকরি পেলেন নিয়োগপত্র পাওয়ার এক ঘণ্টার মধ্যেই এসএসসি তা ওয়েবসাইটে আপলোড করবেন। নবম – দশম এবং একাদশ – দ্বাদশের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এমনই স্বচ্ছতার বার্তা দিতে চায় এসএসসি।