SSC যোগ্য চাকরিহারা শিক্ষকদের নিয়ে বড় কথা বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়, যা জানালেন…

2822

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার জনের। এবার চাকরিহারাদের নিয়ে বড় কথা বললেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ বলেন, “আমি চাইব তাঁদের চাকরি হোক। তাঁদের চাকরির ব্যবস্থা হোক।” যোগ্য শিক্ষকদের আন্দোলনের মাঝে সৌরভের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজারের চাকরি চলে গিয়েছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলের নির্দেহ দিয়েছে শীর্ষ আদলত। বর্তমানে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা সাময়িক ভাবে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পেলেও আগামীতে তাঁদের পরীক্ষায় বসতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি।

যদিও ফের একবার পরীক্ষায় বসতে চাইছেন না যোগ্য চাকরিহারা শিক্ষকরা। এর জন্য কখনও মুখ্যমন্ত্রীর বাড়ি, কখনও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা, কখনও বা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করছেন তাঁরা! পুনরায় পরীক্ষা দিতে না চেয়ে এভাবেই সকলের ‘দুয়ারে-দুয়ারে’ ঘুরছেন চাকরিহারারা। তেমনই গিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। যদিও মহারাজের সঙ্গে দেখা হয়নি তাঁদের। এবার চাকরিহারাদের জন্য বিশেষ বার্তা দিলেন সৌরভ।

পড়ুন:  বড় খবর: পাঁচ হাজার চাকরিপ্রার্থীর তালিকা তৈরি, ২,০৭২টি শূন্য আসনে শিক্ষক নিয়োগের জন্য ডাকবে SSC, জেনেনিন বিস্তারিত

শনিবার যোগ্য শিক্ষকদের প্রসঙ্গই তোলেন সৌরভের সামনে তোলেন সাংবাদিকরা। তার উত্তর দিতে গিয়ে মহারাজ বলেন, “আমি চাইব তাঁদের চাকরি হোক। তাঁদের চাকরির ব্যবস্থা হোক।” অর্থাৎ, চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের প্রতি নিজের সমবেদনা জাহির করেছেন বাংলার দাদা।