Kode Iklan atau kode lainnya

রাজ্য টেট পাশ ৪০ হাজার, ডিএলএড উত্তীর্ণ হয়ে রয়েছেন ৬০ হাজার! ফের ডিএলএড কোর্সে আবেদনের সময়সীমা বৃদ্ধি

ডিএলএড কোর্সে ভর্তি

নিউজ ডেস্ক: ফের ডিএলএড কোর্সে ভর্তি হওয়ার আবেদনের সময়সীমা বাড়ল। প্রাথমিক শিক্ষক হতে চাওয়া প্রার্থীরা ডিএলএড কোর্সে ভর্তির হওয়ার জন্য আবেদন করতে পারেন। আগামী ১৩ জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। এই নিয়ে দেড় মাসে দু’বার এই কোর্সে ভর্তি হওয়ার মেয়াদ বাড়াতে বাধ্য হল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

কেন এই সময়সীমা বৃদ্ধি করা হল?

জানা যাচ্ছে, আবেদনের ক্ষেত্রে তেমন আশাব্যঞ্জক সাড়া না মেলায় এই পথে হাঁটতে হচ্ছে পর্ষদকে। ১৬ মে বিজ্ঞপ্তি দিয়ে আবেদন গ্রহণ শুরু করেছিল পর্ষদ। আসলে রাজ্যে অন্তত ৪০ হাজার ছাত্রছাত্রী প্রাথমিক টেট উত্তীর্ণ হয়ে বসে রয়েছেন। ইতিমধ্যেই ডিএলএড উত্তীর্ণ হয়ে রয়েছেন ৬০ হাজারের বেশি ছাত্রছাত্রী। নতুন করে ডিএলএড উত্তীর্ণদের এই লক্ষাধিক ছাত্রছাত্রীর সঙ্গে প্রতিযোগিতায় নেমে চাকরি পেতে হবে। এইসব কারণেই একটা অনীহা তৈরি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এরাজ্যে সব মিলিয়ে ডিএলএড আসন প্রায় ৪৪ হাজার। প্রতিষ্ঠান রয়েছে ৬৫৭টি। এর মধ্যে সরকারি ডায়েট এবং পিটিটিআই রয়েছে ৬০টি। বাকিগুলি বেসরকারি ডিএলএড কলেজ। সরকারি কলেজ অবশ্য ভর্তি হওয়ার যথেষ্ট চাহিদা আছে। 

close