নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির দিল্লি তলবকে চ্যালেঞ্জ করে `সুপ্রিম ধাক্কা` খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির সমনে হাজিরা দিল্লির পরিবর্তে শুধু কলকাতায় করা হোক বলে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন অভিষেক-রুজিরা। সেই আবেদন খারিজ হয়ে গেল।
গত ১৩ আগস্ট মামলার শুনানি শেষ হয়েছে। সোমবার বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ রায় ঘোষণা করেছে। এর ফলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক এবং রুজিরাকে দিল্লিতে তলব করতে পারবে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে একাধিকবার অভিষেক এবং রুজিরাকে দিল্লিতে তলব করে ইডি।
শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই কেলেঙ্কারির মামলায় অভিষেক ও রুজিরাকে তলব করেছিল। তাঁরা সেই তলবকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
যদিও অভিষেক ও রুজিরার আর্জি খারিজ করা হয়েছে। এই অবস্থায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক এবং রুজিরাকে দিল্লিতে তলব করতে পারবে ইডি।