Homeপশ্চিমবঙ্গএবার পরীক্ষায় বসতে হবে স্কুল শিক্ষক-শিক্ষিকাদের, করা হবে দক্ষতা যাচাই! বড় খবর...

এবার পরীক্ষায় বসতে হবে স্কুল শিক্ষক-শিক্ষিকাদের, করা হবে দক্ষতা যাচাই! বড় খবর সামনে এল

শিক্ষক-শিক্ষিকারা কীভাবে পড়ুয়াদের পাঠ দিচ্ছেন সেই বিষয়টিও পরীক্ষকরা দেখবেন। তাঁদেরকেও বেশকিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে। পরীক্ষার্থীদের। যোগ্যতা, শিক্ষক-শিক্ষিকাদের দক্ষতা এবং স্কুলের পরিকাঠামো দেখে নম্বর দেওয়া হবে।

নিউজ ডেস্ক: এবার স্কুলে শিক্ষার মান যাচাইয়ে সমীক্ষা করা হচ্ছে। ফলে পরীক্ষায় বসতে হবে শিক্ষকদের! পড়ুয়াদের তারপরও বহু অভিভাবক সরকারি.পাশাপাশি এবার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের দক্ষতাও যাচাই হবে। বর্ধমান জেলার ৮০টি প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান যাচাইয়ে নামছে কেন্দ্রীয় সংস্থা।

তৃতীয়, ষষ্ঠ এবং নবম শ্রেণির পড়ুয়াদের পরীক্ষা নেওয়া হবে। বাংলা, অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ে পরীক্ষা হবে। পরথ রাষ্ট্রীয় সর্বেক্ষণ প্রকল্পের মধ্যমে পড়াশোনার মান যাচাই করা হবে। সারা দেশের বিভিন্ন স্কুলেই মান যাচাই হবে। তারমধ্যে পূর্ব বর্ধমানের ৮০টি স্কুল রয়েছে। শিক্ষক-শিক্ষিকারা কীভাবে পড়ুয়াদের পাঠ দিচ্ছেন সেই বিষয়টিও পরীক্ষকরা দেখবেন। তাঁদেরকেও বেশকিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে। পরীক্ষার্থীদের। যোগ্যতা, শিক্ষক-শিক্ষিকাদের দক্ষতা এবং স্কুলের পরিকাঠামো দেখে নম্বর দেওয়া হবে। প্রথম দশে থাকা স্কুলগুলির তালিকাও প্রকাশ করা হবে।

এই নিয়ে এক আধিকারিক বলেন, যে কোনও স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অগ্রগতি যোগ্যতার উপর নির্ভর করে। তাঁরা হে কীভাবে শিক্ষা দিচ্ছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই মান যাচাইয়ের সময় শিক্ষক-শিক্ষিকাদের যোগ্যতা দেখা হয়। ৪ডিসেম্বর পরীক্ষা হতে চলেছে। আগের পরীক্ষায় রাজ্যের ও স্কুলগুলি ভালো ফল করেছিল। এবারও তেমনটাই হবে বলে মনে করছেন আধিকারিক।

এবারে বিশেষ করে শিক্ষক-শিক্ষিকাদের দক্ষতা যাচাইয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে পড়াশোনার পদ্ধতি নিয়ে খুঁত থাকলে সেটা ধরিয়ে দেওয়া কীভাবে পাঠ দেওয়া যাবে তার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এই নিয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি বলেন, স্কুলগুলিতে পড়াশোনার মান যাতে আরও ভালো হয় তার উদ্যোগ নিতে হবে। পড়ুয়াদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক-শিক্ষিকাদের বড় ভূমিকা থাকে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!