আজ সন্ধ্যার দিকেই যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করবে SSC, যা জানা গেল

228
এসএসসি SSC শিক্ষক

নিউজ ডেস্ক: আজ সোমবার যোগ্য এবং অযোগ্যদের আলাদা তালিকা প্রকাশ করবে স্কুল শিক্ষা দফতর। কিছুদিন আগেই যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশের কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) কাছে তালিকা আছে। আইনি পরামর্শ মেনেই তালিকা অর্থাৎ কারা যোগ্য এবং কারা অযোগ্য তা প্রকাশের কথা বলেন। 

পড়ুন:  Big News: শিক্ষক নিয়োগ মামলায় প্রবল ক্ষুব্ধ বিচারপতি, ৩ অফিসারকে জেলে ভরার হুঁশিয়ারি!

সেই হিসাবে তালিকা প্রকাশ হতে চলেছে। যা খবর, বিকেলের পরেই দিকে সেই সংক্রান্ত তালিকা প্রকাশ হতে পারে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে মিরর ইমেজ নিয়েও আশার আলো দেখান শিক্ষামন্ত্রী। যদিও স্কুল সার্ভিস কমিশন এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি।

আজ বিকেলের পরেই যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করবে SSC। এমনটাই খবর মিলছে। এরপর এই নাম যাবে শিক্ষা দফতরে। তারপর সেই আপলোড হবে ওয়েবসাইটেও। তবে এখানে অযোগ্যদের তালিকা দেবে না SSC। থাকবে না শিক্ষাকর্মীদের নামও। খবর মিলছে এই নাম যে প্রকাশ করা হবে তা, যোগ্য শিক্ষক বলে তা প্রকাশ করবে না SSC কোর্টের ভাষায় ‘দাগী নয়’ বা ‘NON TAINTED’ এই হিসাবে তাদের নাম প্রকাশ হবে।